Saturday, March 16, 2024
Homeব্যবসা গাইডলাইনআপনার ব্যবসার জন্য উপযুক্ত জায়গা নির্বাচন,লাইসেন্স ও মেশিন কেনার ঠিকানা

আপনার ব্যবসার জন্য উপযুক্ত জায়গা নির্বাচন,লাইসেন্স ও মেশিন কেনার ঠিকানা

এটি কোম্পানির প্রমোশন বিষয়ক পোস্ট নয়। শুধুমাত্র তথ্যভিত্তিক ধারণার জন্য এই পোস্টটি করা হয়েছে। আপনাদের যেখানে সুবিধে সেখান থেকে মেশিন কিনতে পারেন।ইন্টারনেটে সার্চ করে দেখতে পারেন কোথা থেকে এই মেশিন কিনলে আপনার সুবিধে। আমার মূল লক্ষ্য আপনাদের সাথে ব্যবসার আইডিয়া শেয়ার করা, কি কি ব্যবসা শুরু করা যেতে পারে এবং কিভাবে সেটা করা যায় এবং তার খরচাখরচ কত হতে পারে, তার একটি মৌলিক ধারণা দেওয়া।

মেশিন কেনার ঠিকানা:

Bharat Machine Tools Industries,
61, Ganesh Chandra Avenue, kolkata- 700013.
Phone No- 9432422086
Email: bharatmachinetools1@rediffmail.com

এছাড়া অনলাইন ও অর্ডার দেওয়া যায়  indiamart, alibaba ও  tradeindia ওয়েবসাইট থেকে। 

লাইসেন্স:

ওয়াটার প্ল্যান্টের জন্য নিম্নলিখিত লাইসেন্সের প্রয়োজন হবে –

  1. কোম্পানি রেজিস্ট্রেশন, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এ। 
  2. পৌরসভা অথোরিটি থেকে ট্রেড লাইসেন্স। 
  3. উদ্যোগ আধার থেকে এম এস এম ঈ রেজিস্ট্রেশন। 
  4. ফুড ওপারেটর লাইসেন্স খাদ্যদ্রব্য বিষয়ে হলে। এছাড়াও খাদ্যদ্রব্যের জন্য  fssai থেকে ছাড়পত্র নিতে হয়। 
  5. বি আই এস সার্টিফিকেশন।  আই এস আই ১৪৫৪৩: ১৯৯৮ প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটারের জন্য।
  6. পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে নো ওবজেকশন সার্টিফিকেট। যদি প্রযোজ্য হয়। 
  7. ট্রেডমার্ক ™ ® রেজিস্ট্রেশন। 
  8. জিএসটি রেজিস্ট্রেশন।

উপযুক্ত জায়গা বাছাই:

যে কোনো কারখানা স্থাপনের আগে সবথেকে যেটা দরকার তা হল তার জন্য একটি ভালো জায়গা বাছাই করা।  সেটা বাড়ির সংলগ্ন জায়গাতেও হতে পারে।  কিন্তু খেয়াল রাখতে হবে সেটি এমন একটি জায়গা হবে যেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো,  যাতে সহজেই কম খরচে কাঁচামাল নিয়ে আনা যায় এবং দ্রব্য উৎপাদনের পর সহজেই মার্কেটে সাপ্লাই করা যায়। এছাড়া , দেখতে হবে ওই এলাকার ইলেকট্রিসিটি চার্জেস,  লেবার কস্ট, ভাড়া ও অন্যান্য সুযোগ সুবিধা সুলভ মূল্যে পাওয়া যায়। এক্ষেত্রে শহর সংলগ্ন আধা শহর এলাকাগুলো উপযুক্ত। এই ভাবে দ্রব্যের উৎপাদন মূল্য অনেকটা কমিয়ে আনা যায়।

RELATED ARTICLES

4 COMMENTS

  1. আমি চকের মেশিন কিনতে চাই,
    বরিশাল ,বাংলাদেশ
    ০১৭৮৫৯২৬৫৬০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

‘খাতা’ তৈরি করে ব্যবসা

আজকের দিনে খাতার ব্যবহার স্কুল-কলেজ, অফিস- আদালত , দোকান - পত্র সর্বত্রই সারাবছর আছে।  তাই,  আমরা লাইন টানা,  সাদা,  বিঞ্জানের প্র্যাকটিক্যাল খাতা,  হিসাব পত্রের...
- Advertisment -

Most Popular