Friday, March 29, 2024
Homeছোট ব্যবসারাবার স্ট্যাম্প বানানোর ব্যবসা

রাবার স্ট্যাম্প বানানোর ব্যবসা

আজকের দিনে বাড়িতে বসে রাবার স্ট্যাম্প বানানোর ব্যবসা শুরু করা যেতে পারে। এই ব্যবসা শুরু করে খুব ভালো আয়ের সম্ভাবনা রয়েছে। এই ব্যবসাটি খুব কম মূলধনের সাহায্যেও শুরু করা যায়। রাবার স্ট্যাম্প তৈরি করার কাজটি খুব সহজ এবং এর জন্য কোন দক্ষ বা বিশেষজ্ঞের প্রয়োজন পড়ে না।

বাজারে বিভিন্ন ধরনের রাবার স্ট্যাম্প বা পলিমার স্ট্যাম্প আজকাল খুবই জনপ্রিয়। এটি তৈরি করতে আপনি বিভিন্ন ধরনের প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করতে পারেন।

বাজার সম্ভাবনা

আজকের দিনের সমস্ত বেসরকারি ফার্ম ও সরকারি অফিসের সিলমোহর হিসাবে রাবার স্ট্যাম্প ব্যবহার করা হয়ে থাকে। সরকারি স্কুল, কলেজ, কোচিং সেন্টার, বেসরকারি সংস্থা সবাই কোন না কোন কাজে এটি ব্যবহার করে থাকে। এছাড়া নকশা করা ও কারুকার্য শিল্পকর্ম তে রাবার স্ট্যাম্পের প্রয়োজন পড়ে। আমরা রাবার স্ট্যাম্প কে কাজের ভিত্তিতে দুই ভাগে ভাগ করতে পারি – অফিস রাবার স্ট্যাম্প ও আর্ট রাবার স্ট্যাম্প।

গ্রিটিংস কার্ড, আমন্ত্রণ কার্ড ও কাগজকে সুসজ্জিত করার জন্য লোক রাবার স্ট্যাম্প ব্যবহার করে থাকে। এছাড়া বাচ্চাদের খেলনা আসবাব কাপড় আছে জিনিস বিভিন্ন ধরনের ক্রোকারিতে ডিজাইনিং স্ট্যাম্পের ব্যবহার হয়ে থাকে। এগুলি ইম্প্রেশন টিকে বিভিন্ন রঙ ও নকশায় আরো সুন্দর, আকর্ষণীয় ও আলংকারিক গড়ে তুলতে সাহায্য করে। তাই এর মার্কেটে চাহিদা সব দিনই থাকবে।

লাইসেন্স

রাবার স্ট্যাম্প তৈরির ব্যবসা শুরু করতে হলে নিম্নলিখিত লাইসেন্স গুলির প্রয়োজন হবে –

  • প্রথমে আপনার ব্যবসাটি ROC তে রেজিস্টার করুন। যদি আপনি ব্যবসাটি ছোট স্কেলে খুলতে চান তাহলে one person company registration করবেন । আর যদি বড় করে খুলতে চান তাহলে LLP, PVT LTD ও LTD Company এর লাইসেন্স নিতে পারেন।
  • VAT রেজিস্ট্রেশন এর জন্য অ্যাপ্লাই করতে হবে।
  • লোকাল পঞ্চায়েত অফিস বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে।
  • উদ্যোগ আধার MSME তে আপনার কোম্পানি বা ব্যবসার রেজিস্ট্রেশন করতে পারেন।
  • এছাড়াও আপনি ব্যবসাটাকে এস এস আই ইউনিট হিসেবে নথিভুক্ত করতে পারেন।

পলিমার রাবার স্ট্যাম্প

পলিমার স্ট্যাম্প গুলি নির্ভুল ভাবে তৈরি করা হয়। ছবি বা পাঠ্যটি লেজার প্রিন্টারের সাহায্যে ভেলুম নামে একটি স্বচ্ছ কাগজে মুদ্রিত করা হয়। পলিমার রাবার স্ট্যাম্প মেশিনে দুটি ২-৩ মিমি কাচের প্লেট থাকে। একটি কাঁচের প্লেট কে উপর থেকে সরিয়ে নিয়ে অপর কাচের প্লেটের উপর এই ছাপানো লেখা টি রাখা হয়। এরপর ওই লেখাটার উপরে একটি পলিথিন এর পাতলা শিট রাখা হয়। এরপর ডবল টেপ দিয়ে লেখাটির চারপাশে সেটে দেওয়া হয়। এখন ওই লেখাটির উপর এবং ডবল টেপ গুলির মাঝখানে স্ট্যাম্প তৈরির লিকুইড জেল ঢেলে দেওয়া হয়।

অবশ্যই পড়ুন :  জেমস ক্লিপ বা পেপার ক্লিপ – ছোট ব্যবসায় উদ্যোগপতি

এর উপর একটি পাতলা পলিথিন শিট বা কাগজ রাখা হয়। এখন দ্বিতীয় কাচের প্লেট টি এর উপর রেখে দেওয়া হয়। এখন মেশিনটি নির্দিষ্ট সময়ের জন্য চালু করতে হবে। নির্দিষ্ট সময়ের পর এই পলিমার স্ট্যাম্প তৈরি হয়ে যাবে। মেশিনটি খুলে কাচের প্লেটের মাঝখান থেকে স্ট্যাম্প টি বের করে নিতে হবে। এরপর স্ট্যাম্পে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবং স্ট্যাম্পের উপর লেখা বরাবর কাইচি দিয়ে কেটে নিতে হবে। এরপর কাঠের হ্যান্ডেলের উপর এই পলিমার স্ট্যাম্প টি চিপকে দিতে হবে।

পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে প্রায় 30 মিনিট সময় লাগে। এই প্রক্রিয়াটি খুব স্বল্প মূলধন বিনিয়োগ করে তৈরি করা সম্ভব। আপনি কোন নির্দিষ্ট দক্ষতা ছাড়াই পরিষ্কার, পেশাদার মানের স্ট্যাম্প তৈরি করতে পারেন।

এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে আপনার দরকার একটি কম্পিউটার লেজার প্রিন্টার এবং ফটো পলিমার স্ট্যাম্প তৈরীর মেশিন। খুব সহজেই মেশিনটি আপনি অপারেট করতে পারবেন। এবং সম্পূর্ণ বাড়িতে সেটআপ করে আপনার নিজের সময়মতো কাজ করা সম্ভব।

নিচের লিঙ্ক থেকে রাবার স্ট্যাম্প তৈরি করার যাবতীয় উপকরণ কিনতে পারেন –

(১) কাঠের হ্যান্ডেল

(২) স্ট্যাম্প পলিমার লিকুইড জেল

(৩) স্ট্যাম্প মেকিং মেশিন

Source : Internet

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

‘খাতা’ তৈরি করে ব্যবসা

আজকের দিনে খাতার ব্যবহার স্কুল-কলেজ, অফিস- আদালত , দোকান - পত্র সর্বত্রই সারাবছর আছে।  তাই,  আমরা লাইন টানা,  সাদা,  বিঞ্জানের প্র্যাকটিক্যাল খাতা,  হিসাব পত্রের...
- Advertisment -

Most Popular